মুমিনদের বক্তব্য কেবল এরূপই হবে, যখন তাদের মধ্যকার ফায়সালা করার জন্য আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আহ্বান করা হয়, তখন তারা বলে : আমরা শ্রবণ করলাম এবং আনুগত্য স্বীকার করলাম, আর তারাই হল সফলকাম।” [সূরা নূর : ৫১]।
আরাে দুঃখের বিষয় হলাে, প্রসিদ্ধ ইমাম ও বিদ্বানগণের দোহাই দিয়ে বলা হয় যে, তারাই ঐ সব মত ও পথ সৃষ্টি করেছেন, আর আমরা তাদের অনুসারী মাত্র। হাদীসে কি আছে না আছে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। তাদের এ বক্তব্য মহামতি ইমামগণের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, কারণ মহামান্য ইমামগণ স্বীয় জাতির উদ্দেশ্যে বলে গেছেন: “যখন রাসূল লাই-এর কোন হাদীস সহীহ প্রমাণিত হবে, সেটাই আমার মত ও পথ (ভিন্ন কিছু নয়)।”
সুতরাং ইমামদের দোহাই দেয়া সত্যের অপলাপ বৈ আর কিছু নয়। এ লক্ষ্যে আমরা “সুন্নাতে রাসূল এই ও চার ইমাম (রহ.)-এর অবস্থান”- এ গ্রন্থে বিজ্ঞ পাঠকের কাছে সঠিক বিষয়টি তুলে ধরতে চাই। আল্লাহ আমাদের সকলকে কুরআন ও সুন্নাহর আলােকে ইসলামের সঠিক পথে পরিচালিত করুন