হযরত সাহল বিন সাদ রাঃ হতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জূল-হুলাইফা নামক স্থান দিয়ে গমন করেছিলেন। সেখানে তিনি একটি মৃত ছাগল দেখতে ছিল। এ দৃশ্য দেখে নবীজি উপস্থিত সাহাবীদের দৃষ্টি আকর্ষন করে বলেন, এ ছাগলটি কি তার মালিকের দৃষ্টিতে মূল্যহীন নয়? সাহাবায়ে কেরাম সমন্বয়ে বললেন, জ্বী হা হে আল্লাহর রসুল! অবশ্যই মূল্যহীন।
তখন নবীজি বললেন, যে সত্তার হাতে আমার জীবন তারঁ কসম! ছাগলটি যেমন তার মালিকের দৃষ্টিতে মূল্যহীন আল্লাহ তায়ালার দৃষ্টিতে এই দুনিয়া তার থেকেও অধিক মূল্যহীন । আল্লাহ তাআলার কাছে মাছির ডানা পরিমাণও যদি দুনিয়ার মর্যাদা থাকত, তাহলে তিনি কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না।