হযরত উমর ইবনে আব্দুল আযীয রহঃ তারঁ শাসনামলে হাদীছ সংকলনের প্রতি মনোনিবেশ করেন এবং গুরুত্ব সহকারে একাজ শুরু করেন। হাদীছের ক্ষ্রদ্র ক্ষ্রদু কিতাবের স্থলে বড় বড় কিতাবের প্রচলন হয়। পরবর্তীতে বনি উমাইয়্যায় যুগেও সংকলন ধারা অব্যাহত থাকে। বনি আব্বাসিয়ার প্রাথমিক যুগ হইতে অন্যান্য ইলমের প্রতি অধিক মনোযোগ দেয়া হয়।
সর্বসাধারণের মাধ্যেও ইলমী ঝোঁক বৃদ্ধি পায়। আরবী ভাষায় নতুন নতুন ইলম ও শাস্ত্রের ভাষান্তর হয়। সে কালে সমগ্র ইসলামী বিশ্বে তাবেয়ীন এবং তাদেরঁ শাগরেদগণ ছড়িয়ে ছিলেন। সর্বত্র দ্বীনি ইলমের চর্চা হচ্ছিল। তাই ইলমে দ্বীন অগ্রগতি লাভেরও সুযোগ হয়ে উঠেছিল।