তাকিউদ্দিন আহমদ ইবনে তাইমিয়া। জন্ম:২২ জানুয়ারি ১২৬৩ খ্রিষ্টাব্দে হাররান শহরে, যা এখন তুরষ্কের অন্তর্ভুক্ত। পূর্ণ নাম: তাকিউদ্দিন আবুল আব্বাস ইবনে আবদুল হালিম ইবনে আবদুস সালাম ইবনে তাইমিয়া আল হারানি। তিনি ছিলেন একজন ইসলামি পন্ডিত, দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও যুক্তিবিদ। মঙ্গোল আক্রমণের সময় তিনি জীবিত ছিলেন। তিনি ইসলামি আইনের ক্ষেত্রে হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন। ইবনে কুদামার পাশাপাশি তার অনুসারীরা তাকে হাম্বলি মাজহাবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা হিসেবে গণ্য করে।
তাদের দুজনকে একত্রে “দুই শাইখ” ও ইবনে তাইমিয়াকে আলাদাভাবে শাইখুল ইসলাম বলে সম্বোধন করা হয়। ইবনে তাইমিয়া কুরআন ও সুন্নাহর প্রাথমিক যুগের ব্যাখ্যাকে গ্রহণ করার পক্ষাপাতি ছিলেন। মঙ্গোলদের বিরুদ্ধে জিহাদের ফতোয়ার কারণে তিনি বেশি আলোচিত। মোঙ্গলরা এসময় ইসলাম গ্রহণ করলেও শরিয়ার অনুসরণ না করায় তিনি তাদের অমুসলিম হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
অন্যায়ের বিরুদ্ধে সদাজাগ্রত এই মানুষটিকে জীবনে অনেকবার বঞ্চনা-গঞ্জনার সহ্য হতে হয়েছে, এমনকি উনার মৃত্যুও হয়েছে জালিম শাসকের কারাগারে। কুরআন, সুন্নাহ সম্পর্কিত তার জ্ঞানের অপার গভীরতা, ইসলামের খুব সঙ্কটময় সময়ে তার অপরিসীম অবদানের কারণে তিনি পৃথিবীতে মুসলিম উম্মাহর কাছে “শাইখ-উল-ইসলাম” হিসেবে পরিচিত।