হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ.

0/5 No votes

Report this app

Description

সুন্নাহ-হাদীস ইসলামী শারীআতের দ্বিতীয় উৎস। আল্লাহ তাআলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন তারঁ পক্ষ থেকে বার্তাবাহক, প্রচারক, তার কিতাবের ব্যখ্যাকারী ও উত্তম আদর্শ হিসেবে । মহান আল্লাহ তারঁ রসূলের অনুসরণ, তারঁ আনীত বিষয় গ্রহণ ও নিষেধকৃত বিষয় বর্জন করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যকে তারই আনুগত্য হিসেবে গণ্য করেছেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহীর নির্দেশ ও ইশারা ছাড়া কোন কথাই বলতেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামী শারীআত ব্যাখ্যা করেছেন কখনও শুধু কথা কখনও শুধু কাজ, আবার কখনও উভয়টির মাধ্যমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments