রাসূলুল্লাহ সাঃ যখন কিছু বলতেন, সাহাবায়ে কিরাম রাঃ হুবহু তা মুখস্ত করে ফেলতেন িএবং যখন তিনি কিছু করতেন সাহাবায়ে কেরাম রাযিঃ তা গভীরভাবে নিরীক্ষণ করতেন ও মনে রাখতেন। রাসূল সাঃ েএর যুগে ব্যাপকভাবে হাদীস লিপিবদ্ধ করার প্রচলন ছিল না। পরবর্তী সময়ে ব্যাপকভাবে হাদীস সংকলনের কাজ শুরু হয়। এবং অসংখ্য হাদীসগ্রন্থ সংকলিত হয়। এ সমস্ত গ্রন্তের মধ্যে বুখারী, মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ অন্যতম। এই ছয়খানি হাদীস গ্রন্থকে এক কথায় সিহাহ সিত্তাহ(ছয়টি বিশুদ্ধ হাদীসগ্রন্থ) বলা হয়।