স্বামী স্ত্রীর অধিকার

0/5 No votes

Report this app

Description

 কোনো সম্প্রদাযের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের জন্য দুটি জিনিসের প্রয়োজন। একঃ এমন একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা- যা তার বিশেষ সংস্কৃতির মেজাজের দিকে লক্ষ রেখে তৈরি করা হয়েছে।

দুইঃ যে দৃষ্টিভঙ্গী সামনে রেখে এ বিধান প্রণয়ন করা হয়েছে ঠিক তদনুযায়ী তা কার্যকর করার ক্ষমতাসম্পন্ন একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্যবশত ভারতীয় উপমহাদেশের মুসলমানরা বর্তমান এ দুটি জিনিস

নিসন্দেহে তাদের কাছে বইয়ের আকারে এমন একটি আইন-বিধান মওজুদ রয়েছে যা ইসলামী সংস্কৃতি ও তার স্বভাবের সাথে পূর্ণ সামঞ্জস্যশীল এবং সামাজিকাত ও সংস্কৃতির সব দিক ও বিভাগে তা পরিব্যাপ্ত। কিন্তু এ বিধান বর্তমানে কার্যত রহিত হয়ে গেছে। তদস্থলে এমন একটি আইন-বিধান তার সাংস্কৃতিক ক্রিয়াকান্ডের ওপর কর্তৃত্ব করছে যা সমাজ, সভ্যতা ও সাংস্কৃতির অনেক ব্যাপারেই সম্পূর্ণরূপে ইসলামের পরিপন্থী।

যদি কোথাও তার কিয়দংশ ইসলাম মোতাবেক হয়ে থাকে, তবে তা অসম্পূর্ণ। মুসলমানরা বর্তমানে যে রাষ্ট্রব্যবস্থায় অধীন, তা কার্যত তাদের সামাজিক জীবনকে দু টুকরা করে ফেলেছে। এর এক শাখা হচ্ছে, এ রাষ্ট্রব্যবস্থায় উপমহাদেশের অন্য জাতির সাথে মুসলমানদের ওপরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments