বিশ্বজুড়ে কাদিয়ানিদের বিস্তার নতুন করে বলার কি! সম্প্রতি ওদের অপতৎপরতার চিত্র আরও ভয়ানক। সাধারণ মানুষকে দীনের নামে গোমরাহ করেই চলছে। যে কারণে শুরু থেকেই ওরা দুশমনদের সীমাহীন মদদ ও আশকারা পেয়ে আসছে।
বাতিলের মোকাবেলায় আহলে হক কখনো বসে থাকেনি। ভ্রান্ত-কাদিয়ানিদের প্রতিরোধেও রয়েছে আমাদের আকাবিরগণের নানামুখি অবদান। তেমনি একটি সুন্দর প্রচেষ্টা- খতমে নবুয়ত। শাইখুত তাফসির হযরত মাওলানা ইদরিস কান্ধলভি রহ.-এর অমর রচনা। প্রতারক কাদিয়ানিদের মিথ্যাচারের জওয়াবে একটি অনন্য কিতাব। যার উপস্থাপন বিন্যাসও আনকোরা।