খতমে নব্যুয়ত-মওদুদী

0/5 No votes

Report this app

Description

বিশ্বজুড়ে কাদিয়ানিদের বিস্তার নতুন করে বলার কি! সম্প্রতি ওদের অপতৎপরতার চিত্র আরও ভয়ানক। সাধারণ মানুষকে দীনের নামে গোমরাহ করেই চলছে। যে কারণে শুরু থেকেই ওরা দুশমনদের সীমাহীন মদদ ও আশকারা পেয়ে আসছে।
বাতিলের মোকাবেলায় আহলে হক কখনো বসে থাকেনি। ভ্রান্ত-কাদিয়ানিদের প্রতিরোধেও রয়েছে আমাদের আকাবিরগণের নানামুখি অবদান। তেমনি একটি সুন্দর প্রচেষ্টা- খতমে নবুয়ত। শাইখুত তাফসির হযরত মাওলানা ইদরিস কান্ধলভি রহ.-এর অমর রচনা। প্রতারক কাদিয়ানিদের মিথ্যাচারের জওয়াবে একটি অনন্য কিতাব। যার উপস্থাপন বিন্যাসও আনকোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments