ইসলামী আইন

0/5 No votes

Report this app

Description

আজকের বিশ্ব অগণিত সমস্যার সম্মুখীন। অন্তহীন সমস্যার আবর্তে মানব সভ্যতা আজ জর্জরিত, ক্ষতবিক্ষত ও পর্যুদস্ত। মানব জীবনকে আজ সমস্যার স্তূপ বললে একটুও অতিরঞ্জিত হবে না।

বিশ্ব মানবতা আজ এ সর্বাত্মক ও সামগ্রিক সমস্যা থেকে মুকিত্ পেতে চায়। চায় তারা সমস্যামুক্ত, শোষণহীন, সুখী, সমৃদ্ধিশালী, প্রগ্রতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব সমাজ গড়ে তুলতে। কিন্তু ১৬শ শতাব্দি থেকে শুরু করে বিংশ শতাব্দির শেষ পর্যায় পর্যন্ত মানব জীবনে শান্তি স্থাপনের জন্য ব্যাঙের ছাতার মতো মানবসৃষ্ট বহু মতবাদ গড়ে উঠেছে।

কিন্তু এসব মানব রচিত মতবাদ শান্তি স্থাপনের ও সমস্যা সমাধানের পরিবর্তে জীবনকে করে তুলেছে আরো সংকটময়, সমস্যাসংকুল। ১৬ শতাব্দিতে গির্জা ও সিংহাসনের সংঘাত জন্ম দিয়েছে ধর্মনিরেপক্ষ গণতন্ত্র আর এ ধর্মহীন গণতন্ত্রের স্বাভাবিক পরিণতিতি উদ্ভব হয়েছে চরম নির্যাতনমূলক অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ।

লাগামহীন পুঁজিবাদী অর্থাব্যবস্থার ঘোড়ার দাপটে পিষ্ট হয়েছে মানবতা, নির্যাতিত হয়েছে বঞ্চিতদের দল। বিদায় নিয়েছে নৈতিকতা, উদারতা, মহানুভবতা, কল্যাণ কামনার মহান মানবীয় গুনাবলী। মানুষ নিকৃষ্ট পশুর চেয়েও ঘৃণ্যতর জীবন যাপনে বাধ্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments