ধনসম্পদের লোভ ও কৃপনতা

0/5 No votes

Report this app

Description

মনে রাখিতে হইবে যে, দুনিয়ার ফেতনা বিভিন্ন প্রকারের। তন্মধ্যে সবচাইতে বড় ফেতনা হইলো মালের ফেতনা এবং সবচাইতে কষ্টও ইহাতেই। আর এই ফেতনা সব চাইতে খারাপ হওয়ার কারণ হইলো মাল মাল ছাড়া কেহ চলিতে পারে না। অতঃপর মাল লাভ হইলে নিরাপত্তা থাকে না আর লাভ না হইলে দারিদ্র জীবন যাপন করিতে হয়। যাহা কুফরের দিকে পৌঁছাইয়া দিতে পারে। আর মাল থাকিলে এমন অবাধ্যতা সৃষ্টি হয় যাহার পরিনাম ক্ষতি বৈ আর কিছু নহে।

মোটকথা ইহা উপকার ও আপদ মুক্ত নহে। উপকার ও অপরিত্রান দাতা আর আপদ ধ্বংসাত্মক। ইহার ভাল মন্দ পার্থক্য করার ক্ষমতা একমাত্র জ্ঞানী ও বিজ্ঞ আলেমদেরৈই রহিয়াছে, নিছক নামধারীদের নহে। তাই ইহা ভিন্ন ভাবে বর্ণনা করা একান্ত প্রয়োজন। পূর্বে যাহা বর্ণিত হইয়াছে তাহা ছিল সাধারণ দুনিয়ার নিন্দা সম্পর্কিত। মাল সম্পর্কে বিশেষ ভাবে বর্ণনা করা হয় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments