মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত দূত ও শেষ নবী। তিনি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব এবং জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-অঞ্চল-ভাষা নির্বিশেষে এক মহান অনুসরণীয় আদর্শ ব্যক্তিত্ব। যে কোন মানুষ নিরপেক্ষ মন নিয়ে তার পবিত্র ও সৌরভময় জীবনালেখ্য পাঠ করলে তারঁ শ্রেষ্ঠত্বের ব্যাপারে মনে কোন দ্বিধা থাকবে না।
কিন্তু বাস্তবতা হল, চিরকালই শ্রেষ্ঠ মানুষদের পেছনে এক শ্রেণীর হিংসুক ও চক্রান্তকারী লেগে থাকে। এরা তাদেঁর সম্মান মর্যাদার খ্যাতি ও নেতৃত্বকে মেনে নিতে পারে না। ইসলামের ইতিহাস সচেতন মনুষমাত্রই অবগত আছে যে।
যুগে যুগে একশ্রেণীর হিংসুক নাস্তিক, মুনাফিক, ইহুদী ও খৃষ্টান চক্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্নবিদ্ধ করার জন্য অসংখ্য ঘটন্য পন্থা অবলম্বন করেছে। ওরা তারঁ গোলাপের মত নিষ্পাপ ও নির্মল চরিত্রকে কলুষিত করার হীন উদ্দেশ্যে তারঁ প্রতি নানা অমূলক অভিযোগের তীর ছুড়ে দিয়েছে। সেগুলোর মধ্যে একটি হল, তারঁ একাধিক বিবাহ কে কেন্দ্র করে।
এ ব্যপারে তারা বিভিন্ন খারাপ শব্দ প্রয়োগে তারঁ চরিত্রহনন করার পাশাপাশি তারঁ ব্যক্তিত্বকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, অনেক মুসলিমও এ সব অহেতুক সংশয় ও অভিযোগের জবাব না জানার কাণে সংশয়ের ঘূর্ণিপাকে পড়ে পথভ্রষ্ট হয়ে হয়ে যায়।