রাসূলুল্লাহ (সা) এর বিচারালয়

0/5 No votes

Report this app

Description

বিচারক হিসেবে আমাদের প্রিয় নবী ছিলেন এক অসাধারণ আদর্শ। বিচারক হিসেবে তিনি যে বিচারকার্য সম্পাদন করেছেন তা হাদিস গ্রন্থগুলোর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। বিখ্যাত মুসলিম মনিষী ইমাম কুরতুবী (রহঃ) সেই ঘটনাগুলোকেই একত্রিত করে বিভিন্ন উপযোগী শিরোনামে বিন্যস্ত করে রচনা করেছিলেন ‘আকদিয়াতুর রাসুল’ নামের একটি অসামান্য কিতাব।বক্ষ্যমাণ কিতাবটি ইমাম কুরতুবির সেই অসাধারণ কিতাবটিরই বাংলা অনুবাদ। বর্তমান সময়ের জুলুম, অবিচার, নানা ধরণের আইনের জাকাতলে পিষ্ট এই সমাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায়বিচার আর ইনসাফের ঘটনাবলী আমাদের জন্য হতে পারে পথপ্রদর্শক এবং অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments