রাসুল্লাহর (স.) বিদায়ী ভাষণ

0/5 No votes

Report this app

Description

রাসূলুল্লাহ (সা.)-এর সেই ঐতিহাসিক ভাষণ, যা তিনি বিদায় হজ্জ সম্পন্ন করার পর ‘গাদীরে খুম’ নামক স্থানে পৌঁছে ১০ম হিজরীর ১৮ জিলহজ্জ তারিখে প্রদান করেছিলেন। ভাষণটি ঐতিহাসিক প্রতিষ্ঠিত সনদসমূহের ওপর ভিত্তিশীল।
প্রখ্যাত আলেম আল্লামা আবু মনসুর আহমদ ইবনে আলী আত-তাবারসী (রহ.)-এর বিখ্যাত “আল ইহ্তিজাজ” গ্রন্থে রাসূলুল্লাহ (সা.)-এর ঐতিহাসিক ভাষণ পূর্ণাঙ্গরূপে বর্ণিত হয়েছে।
এই জগদ্বিখ্যাত আলেম-এ-দ্বনী বিদায় হজ্জের শেষ ভাষণটির সনদ রাসূল (সা.) থেকে শুরু করে সর্বজনস্বীকৃত মর্যদাবান সাহাবিগণের সনদ। এরপর সর্বজনমান্য বিখ্যাত তাবেয়িগণের সনদ। এমনিভাবে সনদের নির্ভরযোগ্য নিজ সময়কাল পর্যন্ত বর্ণনা করে মূল ভাষণটি সংকলন করেছেন। পাশাপশি গ্রন্থ সূত্রগুলো সন্নিবেশিত করেছেন সুণিপুণভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments