পরাজিত অহংকার

0/5 No votes

Report this app

Description

কিসরা ও কাইসার ৷ রোম সম্রাট ও পারস্য সম্রাট ৷ পৃথিবীর দুই প্রান্তের দুই সুপার পাওয়ার ৷ এদের সৈন্য-সামন্ত অস্ত্রশস্ত্র ও অর্থের কোন হিসাব-নিকাশ নেই, কোন পরিমাণ-পরিমাপ নেই ৷
গোটাবিশ্বে এদের হাতে বন্দী ৷ গোটা পৃথিবী হাতের পুতুল ৷ তাদেরকে চোখ রাঙিয়ে কিছু বলার সাহস কারো নেই ৷
এ দু’শক্তির মাঝে অবস্থিত আরব উপদ্বীপ ৷ দিগন্ত বিস্তৃত মরুর দেশ, লুহাওয়া আর বালুর দেশ ৷ এদেশে সবুজের খুবই অভাব, পানির দারুন সংকট ৷ তাই যেখানেই কুয়ো আছে বা পাহাড় গাত্র বেয়ে ঝর্ণাধারা নেমে আসে, সেখানে মানুষ বসতি স্থাপন করে, মিলেমিশে থাকে ৷ পানির সংকট দেখা দিলে আবার অন্যত্র চলে যায় ৷

এরা যাযাবর প্রকৃতির দুর্যোগের সাথে সংগ্রাম করে এরা বেঁচে থাকে ৷ এরা স্বাধীনচেতা ৷ কারো অধীনে এরা থাকতে চায় না ৷ এদের স্থায়ী কোন নিবাস নেই ৷ এদের মাঝে শিক্ষা-দীক্ষা, সভ্যতা বা রাষ্ট্রব্যবস্থার চিহ্ন নেই ৷ এদের ইতিহাস মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আর বর্বরতার ইতিহাস ৷ এদের ইতিহাস মদ, জুয়া, নারী আর আত্মম্ভরিতা ইতিহাস ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments