রাজদরবারে আলিমদের গমন একটি সতর্কবার্তা

0/5 No votes

Report this app

Description

রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হক্কানি আলেম-উলামাদেরকে নিজের ওয়ারিশ বলে যেভাবে সম্মানিত করেছেন, ঠিক বিপরীত দিক থেকে পথভ্রষ্ট আলেমদেরকে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা বলে আমাদেরকে সাবধান করেছেন। রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয়ই আমি আমার উম্মতের জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত। [মুসনাদ আহমদ] এজন্য কাদেরকে অনুসরণ করা যাবে তা জানার আগে কাদেরকে অনুসরণ করা যাবে না সেটা জানা উচিত। পথভ্রষ্ট আলেমদের এই তালিকায় সর্বপ্রথম যাদের নাম আসে তারা হলেন- শাসকের সাথে সম্পর্কিত আলেম বা দরবারি শায়েখ ও স্কলারগণ। এর কারণ হলো- মুআজ (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে কুরআন পাঠ করল, দ্বীনের ফিকহ অর্জন করল, এরপর কোন শাসকের দরবারে গমন করল, সে তার পদক্ষেপ-পরিমাণ জাহান্নামে প্রবিষ্ট হল। তাই আমরা কাদের থেকে দ্বীন লাভ করছি তা বিশেষভাবে খেয়াল করা উচিত, তা না হলে দাজ্জালের পূর্বসূরিদেরকে রাসূলের উত্তরসূরি মনে করে ফিতনায় পতিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহিমাহুল্লাহ) রচিত এই বইটি সকল মুসলিমের জন্য পড়া অতি প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments