আলোচ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুতৃপূর্ণ যে দু’টি বিষয় তা হলো- অন্তরের অপচয় আর সময়ের অপব্যয় ৷ অন্তরের অপচয় তখনই ঘটে যখন দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের উপরে প্রাধান্য দেওয়া হয় এবং সময়ের অপব্যয় ঘটে তখনই যখন মানুষের মনে অসংখ্য আশা-আকাঙ্া সৃষ্টি হয়। মূলত একজন মানুষ যখন নিজের মতানুসারে জীবন অতিবাহিত করে এবং অসংব্য আশা-আকাজক্ষার প্রতি আসক্ত হয়ে পড়ে, তখনই তার ছারা পাপকাজ সংঘটিত হয়ে থাকে । অপর পক্ষে, কোন মানুষের পক্ষে ভাল কাজ তথা সওয়াবপূর্ণ কাজ করা তখনই সম্ভব হবে যখন সে সত্য সঠিক পথ তথা দীন ইসলাম অনুসারে নিজের জীবনকে গড়ে তুলবে এবং নিজেকে আল্লাহর সামনে দীড় করানোর ব্যাপারে প্রন্তুতি গ্রহণ করবে; নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান ।
সুতরাং তিনি এখানে উল্লেখ করেছেন যে, অন্তর এবং সময়ের অপব্যয়ের কারণে সকল পাপ কাজ সংঘটিত হয়। অন্তরের অপচয় তখনই ঘটে যখন দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের উপর প্রাধান্য দেয়া হয় । আর অসংখ্য আকাশ কুমুম কল্পনা মানুষের অন্তরে দানা বাধলে সময়ের অপব্যয় ঘটে । নিজের অন্তরকে অনুসরণ করাই হলো শয়তানী কর্মের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ।…