ধন্যবাদ মি. গঙ্গাধর । প্রিয় বন্ধরা, এখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে- “ধর্মীয় মৌলবাদ কি মুক্ত ও স্বাধীন চিন্তাকে বাধা দেয়ঃ”বর্তমান প্রেক্ষাপটে অনেকেই দ্রুত এর উত্তরে বলধেন- হ্যা। এয় পরে আর বলার কিছুই থাকে না। কিন্তু এখানেই আলোচনা শেষ করে দিলে অনেকেই ভুল বুঝতে পারে। কারণ, আমার মতে এখানে আসলে বেশ কিছু জিনিস আমাদের বুঝা প্রয়োজন। আমাদের বুঝতে হবে যে, কেন এই বিংশ শতান্দিতে এসেও আমরা ধমীয় মৌলবাদ নিয়ে আলোচনা করছি।
ভেবেছিলাম আমাদের সামনের দিনগুলো হবে বিজ্দ্ান আর প্রযুক্তির যুগ । আর এখানে সবাই ভালো থাকবে। তবে কেন আবার ধর্ম ও ধর্মীয় মৌলবাদ খবরের কাগজের হেড লাইন হিলেবে আমর! দেখতে পাচ্ছিঃ আমরা ভেবেছিলাম ধীর মৌলবাদ অনেকদিন আগেই পৃথ্িবী থেকে বিদায় নিয়েছে। তবে সত্যি বলতে পৃথিবীর প্রত্যেক ধর্মের মধ্যেই মৌলবাদ নিয়ে একটি ব্যাপার আছে। আমাদের আঙ্জকের আলোচনার বিষয়- মুসলিম মৌলবাদ ।