যখন কোনও অন্ধকে দেখা যায় যে, পথ চলতে গিয়ে সে বিপদজনক গর্তের মধ্যে পড়ছে। আর একটু অগ্রসর হলেই সে মারাত্মক বিপদে পড়বে। এ মুহূর্তে তাকে রক্ষার জন্য যদি কাছাকাছি থাকা দৃষ্টিসম্পন্ন লােকেরা কেউ সচেষ্ট না হয়, তাহলে বেচারা নির্ঘাত গর্তে পড়ে মারা যাবে। আর এ জন্য অপরাধী হবে কাছাকাছি থাকা দৃষ্টিসম্পন্ন লােকেরাই। দৃষ্টিসম্পন্নদের মধ্যে যিনি অন্ধকে বিপদ থেকে রক্ষা করে গন্তব্যস্থলে পৌছে দেবার ব্যবস্থা করবে তিনিইতাে প্রকৃত মানুষ। আর যারা অন্ধের এ করুণ অবস্থা দেখে স্থবির হয়ে থাকে বা সুখ অনুভব করে তারা মানবসমাজের কলংক ছাড়া আর কী?