আমি যখন এই ফাতাওয়াটি লিখি তখন এটি বর্তমানের আকারের চেয়ে আরো বড় ছিল। আমি এটিকে আমাদের সম্মানিত শাইখ আব্দুল আজিজ বিন বাজকে দেখাই আমি তার সামনে ফাতাওয়াটি পড়ি।
এবং তিনি পুরো ফাতাওয়াটি শুনে এর সাথে একমত পোষণ করেন এবং বলেন এটি খুব ভাল। তবে তিনি আমাদের উপদেশ দেন ফাতাওয়াটি আরো সংক্ষিপ্ত করার জন্য এবং এর শুরুতে একটি ভুমিকা দেয়ার জন্য যখন এটি প্রকাশ করা হবে। পরবর্তীতে তিনি ব্যস্ত হয়ে পরেন কারণ তখন ছিল হজ্জের মৌসুম, তাই এটি আর দ্বিতীয়বারের মত তাকে দেখাতে পারি নি।
আরও দেখুনঃ নারির স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
অতপর.. আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে সমস্ত বিশ্ববাসীর উপর দয়া স্বরূপ পছন্দ করেছেন। তিনি এই দ্বীনের জন্য সর্বশেষ নবীকে পাঠিয়েছেন। যিনি রাসুলদের মধ্যে সবচেয়ে বেশি রহমতপ্রাপ্ত। তাকেঁ পাঠানো হয়েছে তীর ও বর্শার দ্বারা এই দ্বীনকে বিজয়ী করে তোলার জন্য; যখন এটি সবার নিকট সুষ্পষ্ট দলীল ও যুক্তির দ্বারা পরিস্কার হয়ে যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ,অর্থাৎ আমাকে উত্থিত করা হয়েছে কিয়ামতের আগে তলোয়ার সহকারে যতক্ষণ পর্যন্ত না শিরকমুক্ত অবস্থায় এক আল্লাহর ইবাদত করা হয়। তিনি আমার রিযিক রেখেছেন বর্শার ছায়ার নিচে এবং যারা আমার আদেশ প্রত্যাখ্যান করবে তাদের জন্য রয়েছে অবমাননা ও লাঞ্ছনা।