মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম

0/5 No votes

Report this app

Description

একজন নাস্তিক একদিন হজরত ইমাম আবু হানিফা (রাঃ)-কে তিনটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ সংক্রান্ত ব্যাপারে একটি ধারণা দিতে চেষ্টা করেন। প্রশ্ন তিনটি নিম্্বূপঃ

(১) আল্লাহ এখন কি করেন?

(২) আল্লাহর মুখ কোন্‌ দিকে?

(৩) আল্লাহর পরে কি আছে?

প্রশ্ন তিনটির উত্তর দেয়ার সময় হজরত ইমাম আবু হানিফা (রঃ) মসজিদের মেহরাবের মিশ্বরে বসা ছিলেন । তাই প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমামে আজম লোকটিকে মিশ্বরে উঠে বসতে বললেন, এবং নিজে এ নাস্তিক লোকটির জারগায় গিয়ে বসলেন এবং বললেন আল্লাহ এই মুহূর্তে এ কাজটি করলেন, অর্থাৎ আল্লাহ আমাকে নিচে বসালেন এবং আপনাকে মিশ্বরে বসালেন।

দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমামে আজম একটি দিয়াশলাইর কাঠি জ্বালালেন এবং নাস্তিক লোকটিকে জিজ্ঞেস করলেন £ এখন আপনি বলুন, এ জ্লিত শিখাটির মুখ কোন্‌ দিকে। নাস্তিক লোকটি উত্তর দিতে না পারায় ইমামে আজম বললেনঃ আল্লাহ হলেন নূর, তার কোন মুখ নেই, যেমন শিখার কোন মুখ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments