রাসুল (সাঃ) এর জন্ম ষষ্ঠ শতাব্দীর তৃতীয় -পাদের একেবারে শেষদিকে (৫৭০ খ্রীঃ) হযরত ঈসা আঃ এর পর দীর্ঘ প্রায় সাড়ে-পাচঁশ বছরের মধ্যে আর কোন নবী আসেন নি। আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাঃ ই সর্বশেষ নবী।
অবশ্য কেন তিনিই সর্বশেষ, অনেক গুরুত্বপূর্ণ জায়গা থাকতে, কোন তাকেঁ প্রায় ইতিহাস ও ঐতিহ্যরিক্ত একটি উষর মরুদেশে পাঠানো হলো, কেন এ রকম একটি এতীম, অসহায় ও নিরক্ষর মানুষকে আল্লাহ পাক নির্বাচন করলেন, এ-সকল প্রশ্ন, প্রশ্ন বটে। কিন্তু প্রকৃতপক্ষে এসব একেবারেই ইবলিসী প্ররোচনা।