কুরআন-হাদিসের আলোকে মুহাররাম ও আশুরার ফজিলত অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে পুস্তকটিতে। যেমন : মুহাররামের শ্রেষ্ঠত্ব, মুহাররামে অধিক পরিমাণে নফল রোজা রাখার ফজিলত, ইতিহাসের পাতায় আশুরা, আশুরার দিন রোজা রাখার ফজিলত, আশুরার দিন কোনটি, কেবল আশুরার দিন রোজা রাখার বিধান, মাসের শুরু সম্পর্কে সন্দেহ থাকলে করণীয়, আশুরার রোজা কোন ধরনের গুনাহের জন্য কাফফারা হয়, আশুরায় প্রচলিত বিদআতসমূহ ইত্যাদি। এ ছাড়া প্রতিটি বর্ণনার সঙ্গে আছে বিশুদ্ধ দলিল।