বিজ্ঞান ও জীবন বিধান

0/5 No votes

Report this app

Description

দুনিয়ার ইতিহাস সাক্ষী, প্রত্যেক যুগে ও কালে একই ধরনের বহু ঘটনা ও প্রপঞ্চ শেষহীন কার্যকারণের অধীন সংঘটিত হয়ে থাকে । বরাবর এমনি ঘটে আসছে। এ যখন সত্য তখন এ-ও অনস্বীকার্য যে, শেষ দিন পর্যন্ত এমনিই হতে থাকবে । কারণ শিকলের যে অংশ মানুষ ও মানব-সমাজের সাথে সম্পর্কিত তা মানুষের ইচ্ছা ও মানসিকতার অধীন । সেখানে মানুষ যা-ইচ্ছা করতে পারে। সমাজ ইচ্ছা করলে সেখান থেকেই তার দিক পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন দিকে চালিয়ে দিতে পারে । সেখান থেকে এই ধারাবাহিকতা সামাজিক বিপর্যয় বা পাপের দিকে মোড় নিতে পারে বলে মনে হবে, মানুষ ও সমাজ ইচ্ছা করলে সে ধারাবাহিকতাকে বিপর্যয় ও পাপের দিক থেকে ঘুরিয়ে শান্তি সুবিচার ও ন্যায়পরতার দিকে চালিয়ে দিতে সক্ষম । সেখানে মানুষ এমন কিছু কারণ জুড়ে দিতে পারে, যা বিপর্যয়ের পরিবর্তে শান্তি ও নিরাপত্তার স্থাপক হবে। অবশ্য কারণ-ধারাবাহিকতার দিক পরিবর্তন করে দেয়া কোন এক ব্যক্তির কর্ম নয়, নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments