প্রেম যুদ্ধ

0/5 No votes

Report this app

Description

গল্প সত্য হয় নাকি? যত সত্য ঘটনাই হোক সেটা গল্পে চলে আসলে তার অন্তর্নিহিত সত্যটা সব সময় অম্লান থাকে না; সেই সত্যের সঙ্গে কল্পনার সংমিশ্রণ ঘটানোর কারণে আলো ফেলে। কিন্তু এমন গল্পও আছে নিরেট সত্য ছাড়া যার মধ্যে কাল্পনিক কোন সূত্র থাকে না। এখানকার ছয়টি গল্পও এমন নিরেট সত্যের দীপ্তিতে বর্ণিল।

এনায়েতুল্লাহ আলতামাসের এ ধরনের গল্পের সঙ্গে আমাদের পাঠক সমাজ খুব একটা পরিচিত নয়। ইতিহাসের নির্বাচিত অংশ থেকে বিরল কিছু ঘটনা নিয়ে গল্পের আদলে এখানে আলতামাস উপসিস্থত হয়েছেন। পাঠক এ থেকে খণ্ডিত উপন্যাস বা লিটল ফিকশনএর স্বাদও পাবেন। এর পরতে পরতে পাবেন চমক, ভিন্ন-ব্যতিক্রম স্বাদ, নাটকীয়তা, দুর্লভ ও মনে গেঁথে যাওয়া কিছু মুহূর্তের অনুরণন। আর দেখা পাবেন আত্মা জাগানিয়া অসাধারণ কিছু চরিত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments