আখেরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যামে মানবজাতি যে আসমানী তালীম ও হেদায়াত লাভ করেছে তার দুটি ভাগ কিতাব ও সুন্নাহ কিতাব অর্থ আল কুরআন যা শব্দ ও অর্থ উভয় দিক থেকে আল্লাহ তাআলার কালাম ও ওহী।
আর সুন্নাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাত ও জীবনচরিত এবং তাঁর যাবতীয় কথা ও কাজ এবং আদেশ নিষেধ, যা তিনি আল্লাহ তা আলার রাসুল এবং তার কিতাবের শিক্ষপরূপে উম্মতকে প্রদান করতেন; যা সাহাবায়ে কেরাম যথাযথ সংরক্ষন করতঃ পরবর্তীদের নিকট হুবহু পৌঁছিয়েছেন এবং পরবর্তীরা তা সনদসহ কিতাবে সংরক্ষণ করেছেন। এই ননবী আদর্শ এবং নববী শিক্ষা ও হেদায়াতের নামই হল হাদীস ও সুন্নাহ।
কুরআন তো কুরআনই । এর মহাত্ম্য ওবৈশিষ্ট্য এর জ্ঞান ওঅন্তর্জ্ঞান মানুষ কতটুকুই বা জানতে পারে! তবে বিভিন্ন হেকমতের ভিত্তিতে কুরআনকে আল্লাহ তাআলা শরীয়তের আহকাম ও বিধান এবং নীতি ও মূলনীতির উৎস বানিয়েছেন। আর সে সব ধারা ও মূলনীতির ব্যাখ্যা এবং কুরআনী জীবনে বাস্তবরূপায়নের কাজ হাদীস ও সুন্নাহর মাধ্যমে নিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার ফয়সালা মোতাবেক জীবন যাপন করে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন কিন্তু মানব জাতিকে কিয়ামত পর্যন্ত হেদায়াতের পথে পরিচালিত করার জন্যে তাঁর আনীত শিক্ষা ও হেদায়াত তথা কুরআন ও সুন্নাহ রেখে গেছেন।