পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি

0/5 No votes

Report this app

Description

আধুনিক যুগে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে একটা বড় রকমের বাধা আমাদের শিক্ষিত সমাজের এক বিরাট অংশের মধ্যে পাশ্চাত্য চিন্তাধারার প্রভাব। শত শত বছরের ঔপনিবেশিক শাসন এবং শাসকদের প্রবর্তিত শিক্ষাব্যবস্থার প্রভাবে আমাদের অনেকের মধ্যে অন্ধ পাশ্চাত্য-প্রীতি এমনভাবে শিকড় গেড়ে বসেছে যে, আমাদের নিজেদের ধর্ম, সংস্কৃতি ও জীবনাদর্শের প্রতি আমাদের বিশ্বাস যথেষ্ট শিথিল হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা অনেকেই যেন জীবন ও জগৎকে পাশ্চাত্যের চোখ দিয়ে দেখতেও বিচার করতে অভ্যস্ত হয়ে উঠেছি। অথচ পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তির দুর্বলতা আধুনিক বিশ্বেরে মুসলিম-অমুসলিম নির্বিশেষে অগ্রসর চিন্তকদের অনেকের কাছেই প্রকটভাবে ধরা পড়ে গেছে। এমন কি ঊনিশ শতকে পাশ্চাত্য জগতে যা অভ্রান্ত সত্য বলে বিবেচিত হতো, তারও অনেক কিছু খোদ পাশ্চাত্য চিন্তাবিদের অনেকের নিকটই আজ আর নির্ভুল বিবেচিত হচ্ছে না। এমতাবস্থায় ইসলামী রেনেসাঁর সাফল্য ত্বরান্বিত করার স্বার্থে আজ পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি সম্পর্কে চুলেচেরা সমালোচনা প্রয়োজন হয়ে পড়েছে। মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম ‘পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি’ বইতে সে কাজটিই করেছেন খুব সফলতার সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments