যে অদ্ভুত পৃথিবীতে আজ আমরা বসবাস করছি, মুসলিমদের শুধুমাত্র সেটাই বুঝাবার সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে, এই বইখানা লেখা হয়েছে। এটা এমন এক পৃথিবী, যেখানে ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্যকে আপাত দৃষ্টিতে অর্থহীন মনে হয়। কিন্তু ইতােমধ্যে জেনে না থাকলেও, এই বই পড়ার পরে পাঠক-পাঠিকা বুঝতে পারবেন যে, বাস্তব অবস্থা আসলে একেবারে ভিন্ন। যখন মুসলিমরা নিশ্চিতভাবে জানতে পারবেন যে, ইসলামের সত্যধর্ম বলে। দাবীর অভূতপূর্ব স্বীকৃতি জেরুজালেমের নিয়তি-পরিণতির মাঝে নিহিত রয়েছে। তখন ইসলামের বিরুদ্ধে স্রষ্ঠা-বিমুখ বাকি পথিবী ক্রমবর্ধমান যুদ্ধের মাধ্যমে মহান আল্লাহর উপর তাদের বিশ্বাসকে ধ্বংস করার যে সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, সেটাকে প্রতিহত করার লক্ষ্যে শক্তি সঞ্চয় করা তাদের পক্ষে সম্ভব হবে।