পবিত্র কুর’আনে জেরুজালেম

0/5 No votes

Report this app

Description

যে অদ্ভুত পৃথিবীতে আজ আমরা বসবাস করছি, মুসলিমদের শুধুমাত্র সেটাই বুঝাবার সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে, এই বইখানা লেখা হয়েছে। এটা এমন এক পৃথিবী, যেখানে ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্যকে আপাত দৃষ্টিতে অর্থহীন মনে হয়। কিন্তু ইতােমধ্যে জেনে না থাকলেও, এই বই পড়ার পরে পাঠক-পাঠিকা বুঝতে পারবেন যে, বাস্তব অবস্থা আসলে একেবারে ভিন্ন। যখন মুসলিমরা নিশ্চিতভাবে জানতে পারবেন যে, ইসলামের সত্যধর্ম বলে। দাবীর অভূতপূর্ব স্বীকৃতি জেরুজালেমের নিয়তি-পরিণতির মাঝে নিহিত রয়েছে। তখন ইসলামের বিরুদ্ধে স্রষ্ঠা-বিমুখ বাকি পথিবী ক্রমবর্ধমান যুদ্ধের মাধ্যমে মহান আল্লাহর উপর তাদের বিশ্বাসকে ধ্বংস করার যে সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, সেটাকে প্রতিহত করার লক্ষ্যে শক্তি সঞ্চয় করা তাদের পক্ষে সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments