দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে ইসলামে নারী ও পুরষ কখনো এক নয়। নিজ নিজ সক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে পুরুষ যেমন স্বতন্ত্র, একজন নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
প্রতিটি পুরষ নারীদের জন্য একেকজন অভিভাবক। যারা তাদের অধীনস্ত নারীদের প্রয়োজন মেটাবে, তাদের বুঝবে, তাদের সহযোগিতা করবে এবং তাদের সামগ্রিক বিষয়ে পরিচালনা করবে। একইভাবে, নারীদের দায়িত্ব হচ্ছে তাদের স্বামী এবং তার ঘর সামলে রাখা, সন্তানসন্ততির লালন পালন করা এবং স্বামীর কাজে সহযোগিতা করা।