এরই নাম ভালবাসা

0/5 No votes

Report this app

Description

এই প্রজন্মের উপর সদয় হন। ভালাবাসা দিন এই তরুণপ্রজন্মের প্রতি। হে পিতা-অভিভাবকবৃন্দ! যারা যুবসমাজের জীবনকে আজ কোনঠাসা করে রেখেছেন, তাদের প্রতি সদয় হন; তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। হে লোকসকল! যারা যুবসমাজের জন্য বিবাহ-মহরকে কঠিন করে রেখেছেন! তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন।
আজ যুবসমাজ সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও দিনশেষে সে নিজেকে পবিত্র রাখতে পারছে না। এরপরও আমরা বলি যে, সে যিনা-ব্যভিচারে লিপ্ত হয়েছে। তাদের প্রতি আমাদের এই কথন কতটা অত্যাচার। তাদের জীবনকে আমরা কঠিন করে রাখছি আর দিনশেষে আমারাই তাদেরকে যিনা-ব্যভিচারের ট্যাগ দিচ্ছি; আমরা এর কোনো সুরাহাই করতে পারছি না। মূল অক্ষমতা তো আমাদের। তাদের নয়। আমরাই তাদরকে সে পথে হাঁটতে বাধ্য করছি।
বইটি মূলত ফিলিস্তিনের তরুন আলেম, শাইখ মাহমুদ আল হাসানাত হাফিজাহুল্লাহর লেকচার সংকলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments