“ইসলাম পরিচয়”বইটির ভূমিকা:
ইসলাম পরিচয়’ পুস্তকটি ইসলামিক কালচারাল সেন্টার (প্যারিস, ফ্রান্স)-এর উদ্যোগে রচিত ও প্রকাশিত। এটা খুবই আনন্দের কথা যে, দিনে দিনে বইটি বিভিন্ন মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। ইতােমধ্যে এ সংস্থা থেকে ইংরেজী ভাষ্যে তিনটি সংস্করণ প্রকাশিত হয়েছে। আমরা একথাও জানতে পেরেছি যে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুস্তকটির আরাে চার পাঁচটি সংস্করণ প্রকাশিত হয়েছে। তাছাড়া বিভিন্ন ভাষায় বইটির অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের জানামতে কতগুলাে অনুবাদ ইতােমধ্যে গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছে, বেশ কিছু অনুবাদ মুদ্রণের অপেক্ষায় আছে। পুস্তকটির বহুল প্রচারের জন্য আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া জানাই। আমাদের জন্য এটা খুবই আনন্দ ও গৌরবের কথা যে, বেশ কয়েকটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুস্তকটি পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হচ্ছে।