হিসেবে। পরের ধাপে সেটা নর্মাল একটা ব্যাপার হয়ে যাবে, বা অলরেডি গেছে। সমাজে গ্রহণযোগ্য একটা সম্পর্কে পরিণত অলরেডি হচ্ছে। যেমন ধরেন প্রেম-টা। একসময় আমাদের বাবাদের যুগেও সামাজিকভাবে ঘৃণ্য একটা ব্যাপার ছিল, এখন নাটক-সিনেমার সুবাদে ‘কিছুই না’ হয়ে গেছে। টিভি প্রোগ্রামগুলো আমাদের মনস্তত্ত্ব গঠনে গভীর প্রভাব ফেলে। একই ধরনের মেসেজ বার বার পেতে পেতে, একই ধরনের সিনারিও বার বার দেখতে সেটাকে বাস্তবজীবনেও স্বাভাবিক মনে হয়। ‘ও তো জাস্ট অভিনয়’— এভাবে ফু মেরে উড়িয়ে দিলেও ব্যাপারটা আসলে এমন না। ঘটনাপ্রবাহ, পটভূমি, সিনারিও, চরিত্রায়ন, ডায়লগ, পোশাক, ভাষা, ভঙ্গিমা সকল কিছু দিয়ে ছড়িয়ে দেয়া হয় ‘হায়া’বিরুদ্ধ, ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সব জীবনাচরণ— বে‘হায়া’পনা, অশ্লীলতা, ফাহশা’।