ইসলামী শিক্ষা একজন মানুষকে আল্লাহর অনুগত সুন্দর মানুষে পরিণত করে। আর ইসলামী শিক্ষার মূল ভিত্তি হল কুরআন ও হাদীছ । যা আরবী ভাষায় নাযিল হয়েছে। মানুষ প্রথমে পড়তে শিখে। পরে লিখতে শিখে। অতএব মানুষকে এমন বিষয় পড়তে হবে, যা তাকে তার নিজের সৃষ্টি ও সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান দান করে।
সেকারণ নুযূলে কুরআনের শুরুতে আল্লাহ বলেন, পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড হতে। পড়। আর তোমার পালনকর্তা বড়ই দয়ালু। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। (আলাক্ব ৯৬/১-৫)।
পবিত্র কুরআনের উপরোক্ত পাচঁটি আয়াত সর্বপ্রথম নাযিল হয়। যা ছিল মানবজাতির জন্য সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষা হতে শেষনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরিত সর্বপ্রথম অহি। এটাই ছিল আখেরী যামানার মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে প্রেরিত সর্বপ্রথম আসমানী বার্তা্ পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এর কোন নযীর নেই।