হাদীসের বিশুদ্ধতা নিরূপণ : প্রকৃতি ও পদ্ধতি

0/5 No votes

Report this app

Description

হাদীস ইসলামী শরীআতের আল-কুরআনের দ্বিতীয় মূল উৎস হিসেবে স্বীকৃত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম -এর বাণী, কর্ম ও সমর্থনকে হাদীস বলা হয়। প্রকৃতপক্ষে এটি আল-কুরআনের বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ। এটি এমন একটি জ্ঞানভান্ডার, যার মধ্যেমে রাসুল সাঃ -এর গোটা জীবনের অবস্থা সম্পর্কে সম্যক অবহিত হওয়া যায়।

হাদীস ইসলামী জীবন ব্যবস্থায় আল-কুরআনের পর দ্বিতীয় মূল উৎস। কুরআন বিশ্বমানবতার জন্য সে বিধি-বিধান উপস্থাপন করেছে, হাদীস উক্ত বিধানবলীর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছে।

তািই উৎস দুটি একটি অপরটির পরিপূরক। নবী যুগে হাদীস শ্রুতি পদ্ধতি এবং কিছু ক্ষেত্রে লিখিত পদ্ধতির মাধ্যমে সংরক্ষিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর আল-কুরআন গ্রন্থকারের লিপিবদ্ধ হলে হাদীস গ্রন্থাবদ্ধ হওয়ার প্রাথমিক প্রয়াস সুচিত হয়।

অতঃপর ৯৯ হিজরীতে উমাইয়্যা খলীফা উমার ইবন আব্দিল আযীযের আমলে সরকারী উদ্যোগে বিশ্বস্ত পন্থায় হাদীস লিপিবদ্ধ হয়। পরবর্তীকালে বিশেষ করে হিজরী তৃতীয় শতকে সিহাহ সিত্তাহর ইমামগণ হাদীসের বিশুদ্ধতা নিরূপক প্রক্রিয়া মাধ্যমে এবং কঠোর শর্তারোপ ও অধিক সতর্কতার সাথে হাদীস গ্রন্থাবদ্ধ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments