আমেরিকা যখন আফগানিস্তানে বিমান হামলা করে, তখন আমি ছিলাম কাবুলে। আমীরুল মুমিনীন আমাকে কান্দাহারে তলব করলেন। প্রতিরোধ-কৌশলের বিষয়ে পরামর্শ হল। আমার নিয়োগ দেয়া হল কান্দাহারের পাঞ্জেওয়াই এবং মারবন্দ জেলায়, যেমন ওখানকার প্রতিরোধ-শৃঙ্কখলা মযবুত করি।
এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিষয়টি অবহিত করি। আমার পৌঁছার পরে ময়বন্দ এবং পাঞ্জেওয়াইতে মার্কিনীরা বম্বিং শুরু করে দিল। বিমানগুলো অনেক উচুঁতে থেকে বোমা নিক্ষেপ করত। আমাদের অস্ত্রের আওতার বাইরে ছিল বিমালগুলো।