হায়াতুস সাহাবা – ১

0/5 No votes

Report this app

Description

 ইসলামই একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম তখা সমগ্র মানব জাতির জন্য একমাত্র কয়িয়ারী ও মুক্তির পথ। আর ইসলাম শুধুমাত্র গুটিকয়েক আমল যথা-নামায, যাকাত, রোজা ও হজ্ব পালনের নাম নহে বরং ঈমানিয়াত, দেল-দেন ও কায়করবার, সামাজিক ও ঘরোয়া আচার -ব্যবহার এবং আখলাক বা চরিত্রিক সকল বিষয়ে। তথা সামগ্রিক জীবনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সাহাবা রাঃ দের আর্দশে আদর্শবান হইয়া চলার নামই ইসলাম।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তায়ালার মহব্বত ও সন্তুষ্টি একমাত তাঁহারই অনুকরন ও অনুসরনের মধ্যে নিহিত বলিয়া কোরআন পাকের ঘোষিত হইয়াছে। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত-পবিত্র জীবনার্দশ অনুধাবনের একমাত্র মাধ্যমে ও উহার প্রথম বাহক হইলেন সাহাবায়ে কেরাম রাঃ


							

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments