হায়াতুস সাহাবা – ২

0/5 No votes

Report this app

Description

হযরত আবু আইউব আনসারী (রাঃ) বলেন, আমরা মদীনায় ছিলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি সংবাদ পাইয়াছি যে, আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা (সিরিয়া হইতে মালামাল লইয়া) আসিতেছে।

তোমরা কি চাও যে, আমরা এই কাফেলার সহিত মুকাবিলার জন্য (মদীনা হইতে) বাহির হই? হয়ত আল্লাহ তায়ালা এই কাফেলার সমস্ত মালামাল আমাদিগকে গনীমত স্বরূপ দিয়া দিবেন। আমরা বলিলাম, জ্বি হাঁ (আমরা প্রস্তুত আছি)। অতএব তিনি বাহির হইলেন এবং আমরা ও তাঁহার সহিত বাহির হইয়া পড়িলাম।

আমরা বলিলাম, না। আল্লাহর কসম, তাহাদের সহিত যুদ্ধ করিবার শক্তি আমাদের নাই । আমরা তো ব্যবসায়ী কাফেলা ধরিবার উদ্দেশ্যে বাহির হইয়াছিলাম। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, কোরাইশদের সহিত মুকাবিলার ব্যাপারে তোমাদের অভিমত কি? আমরা পূবের্র ন্যায় একই উত্তর দিলাম ।

অতঃপর হযরত মেকদাদ ইবনে আমর (রাঃ) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা এই পরিস্থিতিতে এরূপ বলিব না যেরূপ হযরত মূসা আলাইহিস সালামের কাওম তাঁহাকে বলিয়াছিল যে, আপনি ও আপনার রবই যান এবং উভয়ে যুদ্ধ করুন।আমরা তো এখানেই বসিলাম।।’

হয়রত আবু আইউব (রাঃ) বলেন, (হযরত মেকদাদ (রাঃ) এর এই ঈমানী জবাব শুনিয়া) আমরা আসসারগন আপসোস করিলাম যে, হায় আমরা ও যদি হযরত মেকদাদ (রাঃ) এর ন্যায় এরূপ উত্তর দিতাম তবে তাহা আমারদের জন্য বহু মালদৌলত পাওয়া অপেক্ষা প্রিয় হইত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments