তাকদীর ঈমানের অন্যতম অঙ্গ। সাতটি মৌলিক বিষয়েল উপর ঈমান রাখা ঈমানদারদের জন্য অপরিহার্য। আল্লাহর উপর, তাঁহার ফিরিশতাদের উপর, তাঁহার প্রেরিত নবী রাসূলগণের উপর সকল আসমানী কিতাবের উপর, আখেরাত বা পরকালের উপর, তাকদির এর উপর অর্থাৎ ভালোমন্দ যা কিছু হয়, সব আল্লাহর পক্ষ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর
যুগ সংস্কারক আল্রামা আশরাফ আলী থানভী রহঃ মানবজীবনের প্রয়োজনীয় এমন কোন দিক ছাড়েন নাই যাহা সমন্ধে তিনি একটি গ্রন্থ হইলেও রচনা করেন নাই। কাদীর সম্বন্ধে তাঁহার রচিত গ্রন্থ সমূহের মধ্যে তাকদীর কিয়্যা হ্যায় একটি প্রসিদ্ধ গ্রন্থ।
তিনি কুরআন হাদীসের আলোকে তাকদীর কি তা সম্পর্কে আলোচনা করিতে গিয়ে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি সর্ব সাধারণের সামনে উপস্থাপন করিয়াছেন। মূলগ্রন্থ উর্দূ ভাষায় রচিত বিধায় বাংলা ভাষাভাষি মানুষ মহ উপকারী এই গ্রন্থের উপকারীতা হইতে বঞ্চিত রহিয়াছে।
সুতরাং বাংলা ভাষাভাষি মানুষও যাহাতে এই গ্রন্থ হইতে উপকৃত হইতে পারে এই দিকে খেয়াল রাখিয়া মোহাম্মদী লাইব্রেরীর পক্ষ হইতে এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করা হয়েছে।
যখন আল্লাহ পাক সন্তুষ্ট হন তখন তিনি বান্দার মধ্যে স্বাদ গ্রহণের ক্ষমতা সৃষ্টি করেন যাহাতে সে আল্লাহ পাকের ইহসান অনুগ্রহ সম্পর্কে জানিতে পারে। আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া বোধ উদয় ব্যতীত হইতে পারে না। নূর ব্যতীত বোধ উদয় হয় না। আল্লাহর নৈকট্য লাভ ব্যতীত নূর লাভ হয় না। আর আল্লাহর রহমত ব্যতীত নৈকট্যও লাভ হয় না।