ছিলাহুল মুমিন

0/5 No votes

Report this app

Description

আল্লাহ সুবহা-নাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে অতি অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। অল্পদিন পরেই আমাদেরকে আমাদের আসল বাড়ী আখিরতে অনন্ত অসীম কালের জন্য চলে যেতে হবে।

আল্লাহ তায়ালা বলেছেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারঁ প্রশংসা করছি এবং তার কাছে সাহায্য চাই এবং তারঁ কারছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার উপর ভরসা করছি। আমরা আমাদের মানসিক প্ররোচনা এবং কর্মের অনিষ্ট থেকে তারঁ কাছে আশ্রয় ভিক্ষা চাই। আল্লাহ তাআলা যাকে সৎপথে রাখেন, তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না এবং তিনি যাকে পথ ভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে আনতে পারে না।

আমরা আরও সাক্ষ্য দেই যে, আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই। তিনি এক, তারঁ কোন শরীক নেই। আমরা আরও সাক্ষ্য দেই যে, আমাদের সরদার, আমাদের বন্ধু, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ বান্দা ও রছুল। তাকেঁ আল্লাহ তাআলা সত্যের সুসংবাদদাতা ও মিথ্যার ভয় প্রদর্শনকারী হিসেবে ক্বিয়ামতের কাছাকাছি সময়ে পাঠিয়েছেন।

যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তারঁ রছুল আনুগত্য করে, সে হিদায়াত লাভ করে এবং যে নাফরমানী করে সে নিজেরই ক্ষতি সাধন করে; আল্লাহ তাআলার কোন ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলার তারঁ উপর তারঁ পরিবার-পরিজন ও সাথী সহচরদের সাহাবীগনের উপর অসংখ্য ছালাত , সালাম শান্তি ও বরকত বর্ষণ করুন।

সব ধরনের খাছ খাছ, বিশেষ বিশেষ দুআ বা মুনাজাত সম্বলিত কিতাব এটাই প্রথম। যত প্রকারের খাছ খাছ দুআ বা মুনাজাত আমাদের মাথায় তাজ সম্মানিত উলামায়ে কিরাম ও আকাবিরীন হযরতগণ বড়রা করে থাকেন তার প্রায় সবগুলোই এ কিতাবের মধ্যে রয়েছে।

এমন এমন দুআ বা মুনাজাত এ কিতাবের মধ্যে স্থান পেয়েন যা অনেক খাছ খাছ দুআর কিতাবের মধ্যে নেই। খাছ খাছ দুআ বা মুনাজাতগুলো ছাড়াও এ কিতাবের দ্বিতীয় অধ্যায়ে তাওহীদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত ও কুদরত, রিছালাত, আখিরত, দাওয়াত ও তাবলীগ এবং ইবলীছ শয়তানের কার্যকলাপ সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ হাদীছ ও প্রায় দুইশত পঞ্চাশটি আয়াত তরজমা সহ স্থান পেয়েছে। ভাষা জ্ঞানজনিত ত্রুটি বিচ্যুতি হেতে প্রচুর ভুল-ভ্রান্তি থাকাটা খুবই স্বাভাবিক। সুহৃদয় পাঠকবৃন্দের ক্ষমা-সুন্দর সৃষ্টি ও অভিজ্ঞজনের পরামর্শ পেলে ইনশা আল্লাহ ছুবহানাহু ওয়া তাআলা পরবর্তী সংস্করণে সংশোধনের আশা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments