চেয়ারে বসে সালাত আদায়

0/5 No votes

Report this app

Description

এটি একটি বুকলেট যাতে এমন এক মাসআলার অবতারণা করা হয়েছে যা সাধারণত খুব কম আলেমই আলোচনা করেছেন। চেয়ারে বসে সালাত আদায়কারীদের বিবিধ-বিধান এখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে তারা কিভাবে জামাআতের সাথে সালাত আদায় করবে তার বর্ণনা দেওয়া হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মুসল্লিগণ যাতে বিশুদ্ধ পদ্ধতিতে তাদের সালাত আদায় করতে পারে এবং ভুল-ভ্রান্তি থেকে দূরে থাকতে পারে।

কেননা আমরা জানি যে, সালাত হচ্ছে শাহাদাতাইনের পর ইসলামের মূলস্তম্ভ এবং মৌলিক অঙ্গ। সালাতের সাথেই ব্যক্তির অন্যান্য কর্মকান্ড বিশুদ্ধ হওয়ার বিষয়টি জড়িত। সুতরাং সালাত যদি শুদ্ধ হয়ে যায় তবে অন্য আমলও তার বিশুদ্ধ হবে। আর যদি সালাতই শুদ্ধ না হয় তবে অন্যান্য আমলও অথৈবচ। তাই সালাতকে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে আদায় করতে সচেষ্ট থাকার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

আর তার বর্ণনা করা দ্বীনের অন্যতম কাজ হিসেব পরিগণিত। বিশেষ করে বর্তমানে চেয়ারে বসে সালাত আদায়কারীর সংখ্যা এতই বেড়ে গেছে যে প্রায় সকল মসজিদেই তাদেরকে দেখা যায়। অথচ অনেকেই অবচেতনভাবে তাতে ভূল করে যাচ্ছে। কারণ এমন অনেক আছে যে দাড়াঁতে পারে, কিন্তু রুকা বা সিজদা করতে পারে না, অথচ সে না দাড়িঁয়েই বসে বসে সালাত আদায় করছে।

অথচ সালাতের প্রতি রাকাতে দাড়াাঁলো সালাতের রুকন। এ জাতীয় আরও কিছু ভূল সংঘটিত হয়ে থাকে। নিম্নে আমরা এ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনার প্রয়াস পাব। যেব্যক্তি রোগ, ভার কিংবা অন্যা কোনো কারণে কিয়াম, রুকু, কিংবা সাজদাহ কোনোটিই করতে সক্ষম নয়। তারা যেভাবে বসে তাদের পক্ষে সালাত আদায় করা সম্ভব হয় সেভাবেই আদায় করতে পারবেন।

কারণ আল্লাহ বলেন, সুতরাং তোমরা যতটুকু সম্ভব তততটুকু আল্লাহর তাকওয়া অবলম্বন কর। তাছাড়া আল্লাহ আরও বলেন, আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন ন। নিয়ম হচ্ছে যে, যারা চেয়ারে বসে সালাত আদায় করবে তারা সরাসরি ইমামের পিছনে দাড়াবেঁ না। কারণ আশংকা করা হয় যে, ইমামের পিছনে দাড়াাঁনোর ফলে কোনো কারণে যদি ইমাম কাউকে প্রতিনিধি নিয়োগ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments