ঈমানের মাসআলাহ ব্যতীত উসুলুদদীন সংক্রান্ত চার ইমামের আকীদাহ একই। চার ইমাম অর্থাৎ আবূ হানিফাহ রহঃ, মালিক রহঃ, শাফেয়ী রহঃ এবং আহমাদ রহঃ-এদের আকীদাহ হলো কুরআন এবং সুন্নাহ অনুযায়ী, যে আকীদাহ এর উপর সাহাবাগণ এবং তাবেয়ীগণ ছিলেন। (আল্লাহ তাদের সকলদের উপর করুনা বর্ষন করুক।) আমিন।
উসূলুদ দ্বীন-এর ব্যাপারে ইমামদের মাঝে কোন বিরোধ ছিল না। উসুলুদ দ্বীন সম্পর্কে ঈমানের মাসআলাহ ব্যতীত চার ইমামের আকীদাহ একই। বরং তারা আল্লাহ সিফাতসমূহের উপর ঈমান আনার ব্যাপারে একমত ছিলেন এবং তারা বিশ্বাস করতেন কুরআন হলো আল্লাহর কালাম বা বাণী। এটা আল্লাহর মাখলুক নয়, নিশ্চয়ই ঈমান হলো অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি।
তারা আহলে কালামদের মধ্যে জাহমিয়্যাহ এবং যারা তাদের পদাঙ্গ অনুসরণ করে যেমন দার্শনিক এবং যারা কথায় কথায় মাযহাবের দোহাই দেয় তাদেরকে অস্বীকার করতেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ বলেন: আল্লাহ তার বান্দাদের উপর রহমাত বর্ষণ করুক।
নিশ্চয়ই ঐ সমস্ত ইমাম যাদের ব্যাপারে উম্মাতের মধ্য সত্যবাদিতা রয়েছে যেমন চার ইমাম ও অন্যান্যরা তারা আহলে কালাম যেমন যাহমিয়্যাহদের কুরআন, ঈমান এবং আল্লাহর সিফাত সম্পর্কে যে আকীদাহ রয়েছে তা তারা অস্বীকার করতেন।