গুলিস্তা এমন ই একটি কিতাব যার তুলনা ফার্সী ভাষার অন্য কোন কিতাবের সাথে হতে পারে না । কেননা বুস্তা কারীমা ইত্যাদির কবিতার মাধুর্যতা বচনভঙ্গি ওযন প্রভৃতির সাথে তূলনা করা যায় ফার্সীতে এমন আরো কিতাবাদি আছে।
কিন্তু গদ্যের ক্ষেত্রে রহহীন ওয়াজ-নসীহত ও কাহিনী-উপখ্যান কে তিনি যেভাবে মর্মস্পর্শী ও আকর্ষনীয় ভঙ্গিমায় বিভিন্ন ওজনের (মিলের) ছন্দের সাথে গ্রোথিত করেছেন তা নজীর বিহীন। এ কারনেই তা শত শত বৎসর পর্যন্ত শিশু বালক থেকে শুরু করে যুবক-বৃদ্ধ,রাজা-প্রজা অলী দরবেশ আলিম সাহিত্যিক ও কবি ইত্যাদি সর্বস্তরের মানুষের নিকট সমাদৃত রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ।
হযরত শেখ সাদী (রঃ) ছিলেন নানা ধরনের দ্বীমুখী প্রতিভার অধিকারী। একদিকে ছিলেন কঠোর পরিশ্রমী সদালাপি, মিষ্টভাষী, একজন সাধারন মানুষ।একদিকে ছিলেন একজন বিশিষ্ট ভ্রমণকারী পর্যটক; অপরদিকে ছিলেন নির্জনবাসী একজন সাধক। মোট কথা তিনি ছিলেন দুনিয়া ত্যাগী, পরোপকারে ব্রতী, সত্য নিষ্ঠ, দ্বীনের একনিষ্ঠ খাদেম এবং সত্যে সাহসী বাতিলের মূখোশ