অনর্থক গুনাহ (গুনাহে বে-লযযত)

0/5 No votes

Report this app

Description

বর্তমানে অল্পসংখ্যক যে সব আল্লাহ তা’আলার বান্দা এর উপর চিন্তা-ভাবনা করে জীবনযাপন করে চলছেন, তাদের জন্য দুন্‌ইয়ার পরিবেশ সংকীর্ণ হয়ে গেছে। ব্যক্তিগতভাবে গুনাহ থেকে বাঁচতে পারলেও সামাজিক গুনাহ যা ব্যবসা-বাণিজ্য, চাকরি-নকরী, ক্ষেত-খামার ইত্যাদি জীবিকার প্রতিটি স্তরকে আচ্ছন্ন করে রেখেছে। এ থেকে কিভাবে বাঁচবে যে, উক্ত সব ক্ষেত্রে প্রথমে তাে অমুসলিমদের সঙ্গে লেন-দেন হয়ে থাকে। আর যদিও তা সৌভাগ্যক্রমে মুসলমানের সঙ্গে হয়, তাহলেও তারা দ্বীন থেকে এমন স্বাধীন যে, হালাল হারামের আলােচনাকে সংকীর্ণ বলে আখ্যায়িত করে । চিন্তা-ভাবনাহীনতার পরিণাম ফলকে অনেক লােক এই বলতে শুরু করেছে যে, দ্বীনে ইসলাম এবং শরীআত অনুযায়ী আমল করাই অতীব কষ্ট সাধ্য। যদি একটু গভীর চিন্তা করা হয়, তাহলে বুঝে আসবে যে, ইসলামী শরীআতে না আছে কোন সংকীর্ণতা আর না আছে কোন ক্লেশজনক বিষয়; বরং দুনইয়ার সকল মতবাদ থেকে জীবিকা নির্বাহের সহজতর উপায় এতে নিহিত রয়েছে। অবশ্য যদি কোন বস্তুর প্রচলন না হয় এবং উক্ত বস্তুর আমলকারীর সংখ্যা খুবই কম হয়, তবে সহজ থেকে সহজতর বস্তুও কঠিন হয়ে যায়। টুপি, পাজামা পরিধান করা তাে অতীব সহজ, কিন্তু যদি দুন্‌ইয়ার কোন অঞ্চলে এগুলাের ব্যবহার উঠে যায় এবং সকলেই জাঙ্গা, লুঙ্গীর বা ধুতি পরিধান করায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে টুপি, পাজামা তৈরি করা বা তৈরি করানাে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। রুটি তৈরি করা এবং রুটি খাওয়া কতইনা সহজ এবং জীবন ধারণের অত্যাবশ্যকীয় বস্তুর অন্তর্ভুক্ত। কিন্তু যদি কোন অঞ্চলে উহার ব্যবহার উঠে যায় এবং সকলে ভাত খেতে আরম্ভ করে, তাহলে দেখবে সেখানে রুটি তৈরি করা এবং খাওয়া কত কঠিন কাজ হয়ে যাবে।

যাহােক, একদিকে তাে গুনাহসমূহের ঝড় বইছে, পৃথিবীর পরিবেশ ধার্মিক এবং সাধু ব্যক্তিবর্গের জন্য বিষাদ হয়ে গেছে। অপরদিকে তাদের মন্দ কার্যাবলীর ফলাফল হলাে দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারী, হত্যাকাণ্ড, লুটতরাজ এবং অপমানের বেশে মুসলমানদের উপর অন্যের বিজয়। সংশােধনের চেষ্টা অরণ্যে রােদন এবং নিস্ফল মনে হয়। কেবল এ জন্য যে ‘অমুক কাজটি গুনাহ বললেও এ থেকে বাঁচার লক্ষ্যে কোন ব্যক্তি সামান্যতম কুপ্রবৃত্তির অভিলাষকে পরিত্যাগ করতে প্রস্তুত নয়। তবে আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন। এ জন্য অনেক সময় কল্পনায় এসেছে, অনেক গুনাহ আছে ,যার মধ্যে আমরা শুধু অমনােযােগিতা ও অজ্ঞতার কারণে লিপ্ত রয়েছি, তাতে না আছে পার্থিক উপকার ও প্রবৃত্তির অভিলাষের সম্পর্ক, আর না একে পরিত্যাগ করার মধ্যে সামান্যতমও কোন কষ্ট ও শ্রম রয়েছে। এতে শুধু প্রয়ােজন মুসলমানদেরকে এ কাজটি যে গুনাহর তা অবগত করানাে এবং তারা তা পরিত্যাগ করার ইচ্ছা করে নেয়া। এখন এমন কতগুলাে অহেতুক গুনাহর একটি তালিকা ও এর কঠোর শাস্তি এবং প্রচণ্ড ভয়-ভীতিসহ এ পুস্তিকায় লিখা হচ্ছে, যেন মুসলমানগণ অন্ততঃ এ জাতীয় গুনাহ থেকে বাঁচতে পারে। সকল গুনাহ থেকে মুক্তি না হতে পারলেও অন্ততঃ কিছু হ্রাস পায়। ইহা অসম্ভব নয় যে, এ সকল গুনাহ পরিত্যাগ করার বরকতে অন্যান্য গুনাহসমূহ পরিত্যাগ করারও সাহস এবং উপায় হয়ে যায়। কেননা, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে, যে ব্যক্তি আমাদের দ্বীনের অনুসরণে সমান্যতমও চেষ্টা করবে, আমি তার জন্য অবশিষ্ট দ্বীনের রাস্তা সহজ করে দেই। কতক সম্মানিত বুযুর্গেরবাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments