ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের স্মৃতিচারণ

0/5 No votes

Report this app

Description

সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি পাপ মার্জনকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী ও সর্বাপেক্ষা কল্যাণকারী। তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই এবং তার নিকটই চূড়ান্ত প্রত্যাবর্তন। আবার সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি যখন কোন কিছু মনস্থ করেন শুধু বলেন, হও! আর তা হয়ে যায়। তার দয়ায় তিনি মূসা আলাইহি সালাম ও তার উম্মতকে ফেরাউনের নির্মমতা হতে হেফাজত করেছিলেন, যিনি নূহ আলাইহিস সালাম-এর ডাকে সাড়া দিয়েছিলেন।

তারঁ অপার দয়ায় তিনি ইউনুস আলাইহিস সালাম-কে তারঁ দুআর বরকতে মুক্তি দিয়েছিলেন। সমস্ত অহমিকা একমাত্র তারই জন্য যিনি আইয়্যুব আলাইহিস সালাম-কে তার দুঃখ-দুর্দশা থেকে মুক্তি দিয়েছিলেন ও ইউসুফ আলাইহিস-সালাম কে দীর্ঘদিন পর পুনরায় তার পিতার নিকট ফিরিয়ে দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments