এ অসীম বিশ্ব যে একমাত্র আল্লাহর সৃষ্ট এবং বিশ্বজগতের স্রষ্টা যে সর্বশক্তিমান আল্লাহ, অবিশ্বাসীগণ তা অস্বীকার করে। তাদের বক্তব্য হল সৃষ্টিকর্তার ধারণা মানব কল্পনা প্রসূত। তাদের এ দাবির পেছনে সবচেয়ে বড় যুক্তি তারা এভাবে উপস্থাপনা করে। আল্লাহকে আমরা দেখিনা, তাঁর কথা শুনিনা, তাঁকে পাঁচ ইন্দ্রিয়ের কোনটা দিয়েই অনুভব করতে পারিনা। পঞ্চ ইন্দ্রিয়ের কোনটা দিয়েই অনুভব করতে বা ধরতে না পারলে তার অস্তিত্ত্ব অস্বীকার করা অবৈজ্ঞানিক।কোন কিছুর সরাসরি বা প্রত্যক্ষ প্রমাণ না দিতে পারলেও পরোক্ষ প্রমাণ দিয়েই তার অস্তিত্ত্ব স্বীকার করে নেওয়া হয়। ধরুণ মানুষের মনও হৃদয় কি পাঁচ ইন্দ্রিয়ের দ্বারা ধরা যায়? উত্তর ধরা যায় না। চোখে না দেখলে হাতে না ছুলে শুনতে না পেলে কোন কিছুকে বিশ্বাস করতে আমাদের মন চায় না। যে মন ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন অন্য কিছুর অস্তিত্ত্বে বিশ্বাস করতে আগ্রহী।