আমাদের চেনা-জানা মানুষের মধ্যে অনেকে আছেন যাঁরা প্রকৃত ঈমানদার দাবি করলেও কুরআনে তাদেরঁ বিশ্বাস নেই। কুরআনকে জীবনের পথপ্রদর্শকরূপে গ্রহণ করতে অস্বীকার করে তারাঁ চরম বিভ্রান্তি, মোহ আর হতাশার মধ্যে কালাতিপাতে করেছে।
কিন্তু কুরআনই হচ্ছে প্রত্যেক মানুষের জীবনব্যাপী সত্যজ্ঞানের আকর এবং শুদ্ধতম ও পবিত্রতমরূপে আল্লাহর সৃষ্টির সহস্যপুঞ্জের আধার। কুরআনে যার ভিত্তি নেই এমন সকল তথ্যই অসঙ্গত, অলীক ও অগ্রহণযোগ্
যারা কুরআনের অনুসারী নয় তারা মোহাচ্ছন্ন । পরকালে তারা ক্ষতির সম্মুখীন ও দুর্ভোগে নিপতিত হবে।কুরআনে সালাত, আদেশ, নিষেধ ও উচ্ছ নৈতিক আদর্শাবলীর মাধ্যমে আল্লাহ অনেক গোপন রসহ্য মানুষের গোচরীভূত করেন। এগুলো হচ্ছে সত্যিকার গুরুত্বপূর্ণ রহস্যাবলী। মনোযোগী দৃষ্টিভঙ্গি সারাজীবনই এগুলোকে প্রত্যক্ষ করতে পারে।
কুরআন ছাড়া আর কোন সুত্রেই এসব রহস্যের সন্ধান খুজেঁ পাওয়া যাবে না। কুরআনই হচ্ছে সেসব গোপন রহস্যের অনন্য সুত্র যা কোন ব্যক্তি যত শিক্ষিত, বুদ্ধিমান ও সুক্ষ্মদৃষ্টি সম্পন্নই হোন না কেন অন্য কোন সুত্র থেকে লাভের আশা করতে পারবেন না।