পবিত্র কোরআন মাজীদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি তিলাওয়াতকৃত তথা পঠিত গ্রন্থ। কিন্তু এটি এর একটি দিক এর বিপরীত দিকটি সম্ভবত ক্বারী তথা পাঠকদের জন্য সবচেয়ে অস্বস্তিকর। তা হলো বেশির ভাগ পাঠকই ব্যুৎপত্তি বা অর্থ অনুধাবন ছাড়াই এটা তেলাওয়অত করে থাকেন যা পাঠক ও কুরআনের মধ্যে একটি সেতুবন্ধন ও বোঝাপড়া সৃষ্টির বড় অন্তরায়। ফলে স্বাভাবিকভাবেই আমরা কোরআন থেকে প্রাপ্য উপকারিতা থেকে বঞ্চিত হই।
এর চেয়ে মর্মপীড়ার আর কী হতে পারে যে, তোমার কাছে কুরআন থেকে তুমি খালি হাতে ফিরে চলছো? কুরআন তিলাওয়াত হচ্ছে অথচ হৃদয় অবিচল ও জীবন অপরিবর্তনীয়!
অথচ আল্লাহ তাআলা কুরআনে সূরা আলে ইমরানের ১১০ নং আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, “তোমরা মুসলিম, অন্য সম্প্রদায়ভুক্ত মানুষ থেকে। এই যে খাইবা উম্মাহ” তথা সর্বোত্তম জাতি মুসলিমগণ, এর কারণ ও কিন্তু কোরআন এর পরের আয়াতেই বিবৃত করা হয়েছে। আর তা হল আমরা কল্যান, ভঅলো ও সুন্দরকে আঁকড়ে ধরি। এক সাথে অকল্যান, অসুন্দর তথা মন্দকে বর্জন করি।