ভালো স্বপ্ন দেখে বলে সুন্দর স্বপ্ন দেখেছি। দেখে খারাপ স্বপ্ন বলে ভয়ানক এক স্বপ্ন দেখছি। আবার কখনো বলে একটি বাজে স্বপ্ন দেখেছি।
আসলে স্বপ্ন কী? এ নিয়ে গবেষনা কম হয় নি, মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত। কেউ বলেছেন এটা একটি মানসিক চাপ থেকে আসে। কেউ বলেছেন শারীরিক বিভিন্ন ভারসাম্যের ব্যাঘাত ঘটলে এটা দেখা যায় যে অনুযায়ী । কেউ বলেছেন সারাদিন মনে যা কল্পনা করে। তার প্রভাবে রাতে স্বপ্ন দেখে।
স্বপ্ন আধুনিক মনোবিজ্ঞানের ও একটি বিষয়। আবার অনেকে স্বপ্ন না দেখেও বলে এটা আমার স্বপ্ন ছিল অথবা আমার জীবনের স্বপ্ন র রকম ছিল না মানে মনের আশা পরিকল্পনা। তাই স্বপ্নের অর্থ এখানে রূপক।
আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থঅ হিসেবে এসেছে ইসলাম। এই ইসলাম মানুষের স্বপ্নের ব্যাপারেও উদাসীন থাকে নি। স্বপ্ন সম্পর্কে তার একটি নিজস্ব বক্তব্য আছে । তার এ বক্তব্য কোনো দার্শনিক বা বিজ্ঞানীর বক্তব্যের সাথে মিলে যাবে, এমনটি জরুরি নয় । মিলে গেলে ও কোনো দোষ নেই।
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবন সীরীন রহ. বলেন, স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা । শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রনা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ । ইসলামে স্বপ্নের একটি গুরুত্ব আছে । নিঃসন্দেহে এটা ইসলামী জ্ঞান বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়।