কাবুল থেকে আম্মান

0/5 No votes

Report this app

Description

কাবুল থেকে আম্মান পুস্তকটি মূলতঃ একটি ভ্রমণ কাহিনী। বর্তমান মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ, মুহাক্কিক আলিম ও বুযুর্গ আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রঃ এর আফগান রাজধানী কাবুল থেকে জর্দানের অন্তর্গত ইতিহাসখ্যাত ইয়ারমুক পর্যন্ত সফরকে কেন্দ্র করে লিখিত “দরিয়া এ কাবুল সে দরিয়া এ ইয়ারমুক তক” নামক পুস্তকের এটি বাংলা তরজমা। আল্লামা নদভী রঃ রাবিতা-ই আলমে ইসলামীর প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে ১৯৭৩ সালে এ সফর করেন এবং এ সফরে মুসলিম বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ যেমন আফগানিস্তান, ইরান, লেবানন, সিরিয়া, ইরাক, ও জর্দান- বিশেষ করে এসব দেশের রাজধানী শহর সহ কিছু কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন। তারপর এই সফর থেকে লব্দ অভিজ্ঞতাকেই অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন বর্তমান বইয়ে।

লেখক এসব দেশ ও দেশের সাধারণ জনজীবনের নিখুঁত চিত্র যেমন এতে এঁকেছেন, তেমনি সেসব দেশের শাসকশ্রেণীল হাল-হাকিকতেরও বিবরণ পেশ করেছেন। এতে মুসলিম বিশ্বের বর্তমান অনগ্রসারতা ও পশ্চাৎপদতার মৌল কারণ, তাঁদের সমস্যা ও সম্ভাবনা, শাসকমহল এবং শাসিত সাধারণ জনগনের মধ্যকার দ্বন্ব-সংঘাত ও তা নিরসনের উপায়, পশ্চাত্য সংকট এবং এর হাত থেকে পরিত্রাণের উপায় প্রভৃতি সম্বন্ধে সংক্ষেপে হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন।

এই পুস্তকে যে সব মানসিক প্রতিক্রিয়া, চাক্ষুষ দৃশ্য েএবং প্রস্তাবনা ও পর্যালোচনা সন্নিবেশিত হয়েছে তা প্রকৃতপক্ষে লেখকের মানসপটে অংকিত েএই সফরের ধারাবাহিক অভিজ্ঞতা ও চিন্তা-ভাবনার প্রতিচ্ছবি মাত্র। এতে প্রতিবিম্বিত হয়েছে লেখকের বিশেষ দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা, অভিমত ও চিন্তাধারা।

লেখক তার বর্ণনায় সক্ষ্মাতিসূক্ষ্ম ভাবধারা, সত্যতা, ন্যায়ানুভূতি এবং পিরপেক্ষতার প্রতি সজাগ ও সতর্ক ছিলেন এবং প্রতিটি বিষয়ের গভীরে পৌঁছার আন্তরিক প্রয়াস চালিয়েছেন।

ইসলামী ইতিহাসের প্রতিটি যুগেই আফগানিস্তান ছিল বীরযোদ্ধা ও অসমসাহসী অশ্বারোহীদের কেন্দ্রভূমি, দিগ্বিজয়ী বীর যোদ্ধাদের জন্মস্থান, সিংহ পুরুষদের লালনক্ষেত্র, আর ইসলামের সুদৃঢ় দুর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments