কানযুল উম্মাল

0/5 No votes

Report this app

Description

হাদীস সম্থলিত হাদীসের এক বিশাল গ্রন্। গ্রন্থটি হাদীসের বিশ্বকোষ হিসাবেও খ্যাত। একটি বিষয়ের উপর একসাথে অনেক হাদীস পেতে চাইলে গ্রন্থটি আদর্শ ও অতুলনীয়। গ্রন্থটি মুলত ইমাম সুযুতী রহ: ৯১১ হি) রচিত তিনটি গ্রন্থের অধ্যায় ভিত্তিক সংযোজন। গ্রন্থ তিনটি হলো, আল জামিউল কাবীর জেমউল জামে), আল জামিউস সগীর, আল জামিউস সগীর ওয়া যিয়াদাতুহ। গ্রন্থ তিনটি অভিধান এর মত করে রচিত। যেমন বারুল আলিফ-এ ‘আলিফ’ আদ্যাক্ষর এর হাদীস সমূহ, বাবুল ‘বা-তে বা আদ্যাক্ষর এর হাদীস সমূহ। এমনিভাবে ইয়া পর্যন্ত। এর মধ্যে আর
অপর কোন শিরোনাম নেই।

এই গ্রন্থ ভিনটিকেই পরবর্তীকালে উপমহাদেশের প্রখ্যাত আলিম ও মনীষী শায়খ আলাউদ্দীন আলী মুন্তাকী রহ- (মু: ৯৭৫ হি:) অত্যন্ত চমৎকারভাবে অধ্যায় ভিত্তিক সংযোজন করেন এবং নাম দেন ৭০৪3।১ 1931 ৩০,৩৪৭. ১৪ কানযুল উম্মাল ফি সুনানুল আকওয়াল ওয়াল আফআল।

শায়খ আন্দুল হক দিহলভী রহ ‘আখবারুল আখয়ার’ এ শায়খ আবুল হাসান বকরী শাফিয়ী রেহ) এর উত্ভি নকল করেন যে, তিনি বলেছেন- “যেমনিভাবে পুরা বিশ্ববাসীর উপর ইমাম সুঘূতীর ইহসান আছে, তেমনি ইমাম সুযুতীর উপর শায়খ আলী মুভ্তাকীর ইহসান আছে।”

অনেক আকাবিরদের সম্পর্কে বর্ণিত আছে যে, তারা নিজেদের কাছে অনেক গ্রনথ রাখার পরিবর্তে দুই একটি জামে গ্রন্থ রাখতেন (জামে গ্রনুযার মধ্যে একসাথে অনেক কিছু থাকে) ৷ যেমন তাফসীর আদ দুরে মানসূর, কানযুল উল্মাল প্রভৃতি।

কানযুল উম্মালও একটি জামে গ্রন্থ। গর্থটিতে অবশ্য প্রচুর পরিমাণে সহিহ, হাসান হাদীসের পাশাপাশি অনেক যরীফ ও জাল হাদীসেরও অস্তিত্ব আছে। এ সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু কথা মাসিক আল কাউসার থেকে পরবর্তী পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।

দারুম আআদাশ্তে একটি ০০17০ ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান। দারুম আআদাত্ এর উদ্দেশ্য হলো- ইমান-আমল, আমল-আখলাক, জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কিত প্রামাণ্য ও উপকারী গ্রস্থাবলী প্রকাশ করা, অনুবাদ করা এবং 1০৫ ও মুদ্রিত উভয়ভাবে পাঠকের নিকট গ্রন্থ পৌঁছিয়ে দেয়া।

হাদীস তাফসীরসহ বিভিন্ন প্রামাণ্য গরন্থাবলী অনুবাদের পরিকল্পনা দারুস আআদাত এর রয়েছে- নীদী ও বুযর্গানেদীনের “যতটুকুই সাম হয় অন্তত ততটুকু” এই নীতির উপর।

এ পর্যায়ে অত্র ওয়েবসাইটে ধারাবাহিকভাবে প্রকাশিত কানযুল উম্মাল এর কিতাবুল ইমানের যতটুকু অনুবাদ হয়েছে তার 7১৫: প্রকাশ করা হলো। গ্রন্থে কোন হাদীসের অর্থগত ও মর্মগত কোন ভুল কারো দৃষ্টিগোচর হলে ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো।

মহান আল্লাহর নিকট দুআ করি এবং পাঠকদেরকেও দুআর অনুরোধ জানাচ্ছি যে, আল্লাহ তাআলা গ্রন্থটি সম্পূর্ণ করার ব্যবস্থা করেন এবং তার পছন্দনীয় কাজে অগ্রগামী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments