কখনও ঝরে যেও না

0/5 No votes

Report this app

Description

কৃষক তার বীজ বুনতে বের হলো। বপনের সময় কিচু বীজ পথের পাশে পড়ল। সেগুলোর কিছু পায়ের নিচে পিষ্ট হয় আর কিছু পাখিরা খেয়ে ফেলে। কিছু বীজ পড়ল পাথুরে মাটিতে আর্দ্রতার অভাবে সেগুলো বড় হতে হতেই শুকিয়ে গেলো। কিছু বীজ কাটার মাঝে পড়ল। এ বীজ থেকে জন্ম নেওয়া গাছের সাথে সাথে কাটাঁগুলোও বেড়ে উঠতে থাকে।

একসময় কাটাঁগুলোই গাছগুলোকে মেরে ফেলে। বাকি বীজগুলো পড়ল উর্বর মাটিতে । সেগুলো বেড়ে উঠল মাথা উচুঁ করে। আর বেড়ে উঠে শতগুন বেশী শস্য উৎপাদন করল।

এর তুলনা হলো : বীজগুলো হলো সৃষ্টিকর্তার বাণী। কিছু মানুষ সেই বাণী শুণার পর শয়তানের প্ররোচনায় সেগুলো অন্তর থেকে মুছে ফেলে। ফলে এরা ঈমান আনে না। তাই পরিশেষে এরা রক্ষা পাবে না। এদের তুলনা হচ্চে পথের পাশের সেই অবহেলিত জমি। কিছু লোক শুনার সময় আগ্রহের সাথে শুনে কিন্তু এদের আগ্রহে গভীরতা নেই।

এরা কিছু সময়ের জন্য বিশ্বাস করে কিন্তু প্রলোভন দেখালেই বিচ্যুত হয়ে পড়ে। এই শ্রেনীর লোকের উদাহরন হলো সেই পাথরে মাটি যা আর্দ্রতার অভাবে গাছগুলোকে বেড়ে উঠতে দিতে পারে না। কাটাঁযুক্ত জমি হচ্চে তাদের উপমা যারা সৃষ্টিকর্তার বাণী শুনেছে কিন্তু পথ চলতে চলতে একসময় ভয় আর দুনিয়ার মোহে আটকে গিয়ে পূর্ণতা লাভ করতে ব্যর্থ হয়।


							

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments